ওমানে জুলাই মাসে আক্রান্ত ৭১ শতাংশ করোনা রোগী ওমানি নাগরিক। সোমবার (৬-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৫৭ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০৫৭ জন ওমানি নাগরিক এবং ৫০০ জন প্রবাসী। ওমানে মোট আক্রান্ত ৪৭,৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ১২২৯ জন। এখন পর্যন্ত ওমানে সর্বমোট সুস্থ হয়েছে ২৯,১৪৬ জন এবং নতুন ৫ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ২১৮ জন। তবে লক্ষণীয় যে জুলাই মাসে দেশটিতে মোট ৭ হাজার ৬৬৫ জন আক্রান্ত, যার মধ্যে ওমানি নাগরিকের সংখ্যা ৫৪০১ জন (প্রায় ৭১ শতাংশ)
পরপর ৩ দিন ওমানে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ওমানে করোনা চিকিৎসায় জরুরী ভিত্তিতে হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রবিবার (৫-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ওমানে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য দুইশ শয্যা বিশিষ্ট একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। ওমানে এখন পর্যন্ত মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৩লাখের অধিক।
আরও পড়ুনঃ ওমানে ৫৬ জন মেয়ের সাথে প্রতারণা, অবশেষে গ্রেফতার
ওমানে মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরপরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা করোনার সংক্রমন। এমতাবস্থায় ওমানে গণহারে কোভিড-১৯ টেস্ট করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত ওমানের সকল এলাকায় ওমানি ও প্রবাসীদের উপর এই জাতীয় পর্যায়ের সমীক্ষা পরিচালিত হবে। ওমানের সকল বিভাগে এই জরিপ পরিচালিত হবে। এতে প্রবাসীসহ সকল বয়সের বাসিন্দাদের নমুনা সংগ্রহ করা হবে।
আরও দেখুনঃ বাংলাদেশের খুনি ওমানের ইমাম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post