বিমানের যাত্রীদের নতুন নির্দেশনা দিয়েছে এয়ার অ্যারাবিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য এই লাগেজ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনা মতে, আগামী পহেলা আগস্ট থেকে এয়ার অ্যারাবিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না।
লাগেজ ও ব্যাগের ধরণ কেমন হবে সেটিও জানানো হয়েছে। বলা হয়েছে, চেক-ইন ব্যাগেজের আকার সর্বোচ্চ ১৫৮ সেন্টিমিটার বা ৬২ ইঞ্চির মধ্যে হতে হবে। লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। হাত ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি হতে পারবেনা। এর ব্যত্যয় হলে কোন অবস্থাতেই এসব ব্যাগ গ্রহণ করা হবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post