বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বৈধ পথে বাংলাদেশে অর্থ পাঠানোর আহ্বান জানান বক্তারা। সেমিনারে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মমতা বি চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনে। প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বৃদ্ধি এবং আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো দেশপ্রেমের অংশ বলে মন্তব্য করেন। বৈধ পথে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের মাধ্যমে নিজেরা ও দেশ উপকৃত হচ্ছে বলেও বক্তব্যে জানানো হয়। প্রবাসীদের অবদানকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ওপর সরাসরি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা প্রদান করছে।
এ ছাড়া সেমিনারে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সেমিনারে তুলে ধরেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post