আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন করা হয়েছে পবিত্র কাবা শরীফের গিলাফ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাবাকে নতুন এই গিলাফে মোড়ানো হয়।
সৌদি বার্তাসংস্থা এসপিএ প্রতিবেদন বলছে, বুধবার দশ ধাপে কাবার পুরাতন গিলাফ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে কাবায় হাতে তৈরি নতুন এই গিলাফ লাগাতে ১৩০ জনের একটি দল অংশ নেয়। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা। সাথে একটি বিশেষ দল কাবার গিলাফ পরিবর্তনের গোটা বিষয়টি প্রত্যক্ষভাবে তদারকি করেছে।
কাবায় যে নতুন গিলাফটি লাগানো হয়েছে তার কর্মযজ্ঞ চলেছে বছরজুড়ে। বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এটি তৈরি করা হয়। কাঁচা সিল্ক, ১২০ কেজি সোনার তার ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি এই গিলাফের কালো অংশটিতে সোনার তার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআন শরীফের আয়াত। গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে। যার একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন।
ইসলামপূর্ব সময়ে ইয়েমেনের বাদশাহ তুব্বা আবি কারব আসাদ সর্বপ্রথম কাবা শরিফকে গিলাফ দিয়ে ঢাকেন এবং এজন্য তিনি ইয়েমেনের কাপড় ব্যবহার করেছেন।
পরে মক্কা বিজয়ের পর নবী মুহাম্মদ (স.) কাবাকে লাল ও সাদা কাপড়ে ঢেকে দেন। এর পর থেকে বিভিন্ন সময়ে সাদা রংয়ের গিলাফ, লাল গিলাফ, হলুদ গিলাফ ও সবুজ গিলাফ ব্যবহার করা হয়েছে। আর এখন ব্যবহৃত হচ্ছে কালো গিলাফ। যদিও গিলাফ নিয়ে এ সব তথ্য সম্পর্কে ভিন্নমতও আছে।
কাবার এই গিলাফ হলো একটি বস্ত্র খণ্ড। দ্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা কিসওয়া’ এর প্রস্ততকারক প্রতিষ্ঠান। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এক লাখ বর্গমিটারের এই কমপ্লেক্স একসময় ‘কিসওয়া ফ্যাক্টরি’ নামে পরিচিত ছিল। পরে ২০১৭ সালে রাজকীয় ডিক্রির মাধ্যমে এই নাম পরিবর্তন করে কমপ্লেক্সটির ব্যাপক পরিবর্তন করা হয়।
মুসলিম বিশ্বের ঐতিহ্য রক্ষায় গিলাফ পরিবর্তন করে পুরনো গিলাফ দিয়ে বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয়। এই সুবাদে বাংলাদেশের বায়তুল মোকাররম মসজিদও কাবার গিলাফ উপহার পেয়েছিলো। যা মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সম্মানকে বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post