বিপুল পরিমাণ ক্রিস্টাল মাদক চোরাচালানের অভিযোগে রাজধানী মাস্কাটের কুরাইয়াতে চার মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
এক বিবৃতিতে পুলিশ বলছে, নেশা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ কুরাইয়াতে চার এশীয় ব্যক্তিকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া এই চার ব্যক্তি বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বিক্রির উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করছিলেন। সেসময় খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ৪ ব্যক্তির বিরুদ্ধে এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মাদক সাম্রাজ্যে ক্রিস্টাল মেথ বা আইস খুবই বিপজ্জনক। ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন। তাই এটি ইয়াবার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতিকর। এটি মানবদেহে অন্য মাদকের চেয়ে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে।
মাদকাসক্তি বিষয়ক গবেষকরা বলছেন, ইয়াবা বা হেরোইন হল ওপিয়ামের বাইপ্রডাক্ট। এগুলো প্রসেস করে নতুন নতুন মাদক তৈরি করা হয়। ক্রিস্টাল মেথও এমন একটি নতুন মাদক।
মূলত মিয়ানমার ও আফ্রিকান অঞ্চলে এর বিস্তার বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post