ওমানে ডিভোর্স কেইসের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। দেশটির জাতীয় তথ্য ও পরিসংখ্যান বিভাগ (এনসিএসআই) এর দেয়া তথ্যমতে, ২০২২ সালে রাজধানী মাস্কাটে রেকর্ডসংখ্যক ডিভোর্সের ঘটনা ঘটেছে।
তারা বলছে, শুধুমাত্র মাস্কাটেই গত বছর ৯৭০টি ডিভোর্স নথিভুক্ত হয়েছে। আর অন্যান্য প্রদেশ মিলিয়ে পুরো ওমানে হয়েছে ৪১৬০ টি ডিভোর্স। যার মধ্যে ৩৬৮২ টি ওমানি দম্পতিদের আর বাকী ২০৮ টি হয়েছে ওমানি-প্রবাসী দম্পতির মধ্যে।
ডিভোর্সের ঘটনায় মাস্কাটের পরেই অবস্থান ধোফারের, প্রদেশটিতে ২০২২ সালে ডিভোর্সের সংখ্যা ৯৭৭। তৃতীয় স্থানে থাকা উত্তর আল বাতিনাতেও এই সময়ে ৬শ’র বেশি ডিভোর্সের ঘটনা ঘটেছে। তবে ডিভোর্সের ঘটনা সবথেকে কম ঘটে মুসান্দাম প্রদেশে।
সূত্র বলছে, ২০২২ সালে ওমানে ১৫৪০০টি বিয়ে হয়েছে। যার বেশিরভাগই মাস্কাটে। বিয়ের এই সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম। অর্থ্যাৎ বিয়ের হার কমেছে, তবে বেড়েছে ডিভোর্সের হার।
একজন ম্যারিজ কাউন্সেলর বলছিলেন, ডিভোর্সের এই প্রবণতা বেশকিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ওমানে এখন সামাজিকতার পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, আধুনিক জীবন যাপনের নেতিবাচক প্রভাব লক্ষণীয়। এগুলোই ডিভোর্সের সংখ্যা বৃদ্ধির কারণ।
ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের পরিবার বিষয়ক বিভাগের পরিচালক ড. জালাল বিন ইউসুফ বলেন- যুবক, অল্প শিক্ষিত এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে ডিভোর্সের প্রবণতা খুব বেশি।
তিনি বলেন, যুবকরা বিয়ের ব্যাপারটি আজকাল খুব হালকা করে নিচ্ছে। ছোট বিষয়ে মনমালিন্য হলেই তারা আলাদা হয়ে যেতে চায়। নারীরাও সমান অধিকারের দাবী উঠিয়ে আলাদা হচ্ছেন প্রায়শই।
ওমানে পরিবার ভাঙনের এই প্রবণতা সম্মিলিতভাবে আটকানোর চেষ্টা করা উচিত বলেও তিনি মনে করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post