হঠাৎ করেই মাঝ আকাশে বিস্ফোরণ হয় এক যাত্রীর মোবাইল। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানটিতে। এই পরিস্থিতিতে বিমানের ভেতর ধোঁয়া দেখে পাইলট কোনও ঝুঁকি নেননি। বড় দুর্ঘটনা এড়াতে বিমানটির জরুরি অবতরণ করান তিনি।
১৭ জুলাই দুপুর একটা নাগাদ ১৪০ জন যাত্রী নিয়ে রাজস্থানের উদয়পুর থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। যাত্রা আরম্ভের কিছুক্ষণের মধ্যেই এক যাত্রীর মোবাইলের ব্যাটারি ফেটে যায়। তখন বিস্ফোরণের শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর বিমানের মধ্যে ধোঁয়ায় ছেয়ে যায়।
তা দেখে পাইলট সিদ্ধান্ত নেন দ্রুত বিমানকে নিচে নামানোর। এরপর নিকটে থাকা উদয়পুরের বিমানবন্দরেই বিমানটি নামানো হয়। কয়েকজন যাত্রীকে বিমান থেকে নামিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন বিমানকর্মীরা। বিমানে তল্লাশি চালানো হয়। কোথাও অস্বাভাবিক কিছু না পেলে ঘণ্টাখানেক পর আবার যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।
বিমানে মোবাইলের বিস্ফোরণের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালে আসামের ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে ওড়া একটি বিমানে এমনই এক ঘটনা ঘটেছিল। মাঝ আকাশে এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায়। ব্যাটারি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়ায় মোবাইলটি ফেটে যায়। তবে বিমানকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে দেয়ায় সেদিনও কেউ ক্ষতিগ্রস্ত হননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post