হিজরি নববর্ষ ১৪৪৫ উপলক্ষে ওমানের বাংলাদেশ দূতাবাস ছুটি ঘোষণা করেছে। ১৬ জুলাই দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ জুলাই দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৩ জুলাই রবিবার দূতাবাসের দৈনন্দিন কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে, ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে আরবি নব বর্ষের আমেজ। ধর্মীয় বিধিবিধান চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত। ইসলামি আচার–অনুষ্ঠান, আনন্দ–উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ চন্দ্র তারিখের ওপর নির্ভরশীল। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহর তাহজিব, তমদ্দুনও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি–কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম।
হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আর এই মহররম মাসের দশ তারিখেই পবিত্র আশুরার দিন। কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেনের (রা.) শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।
আশুরার দিনে ফেরাউনের হাত থেকে নবী মূসা (আ.) ও তার অনুসারীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। তবে আশুরার দিনে হযরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.) এর নৌকা জুদী পর্বতের ওপর থামা ও ঈসা (আ.) এর জন্মগ্রহণ করার কথা অনির্ভরযোগ্য সূত্রে কোনো কোনো সাহাবী-তাবিই থেকে বর্ণিত আছে।
আরবি নতুন বছর উপলক্ষে ২০ জুলাই ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একইসাথে নতুন বছর উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিসহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post