বাস-ট্রেনে কিংবা শহরের অলিতে-গলিতে অনেকেই ভিক্ষা করে জীবনযাপন করেন। কিন্তু তাই বলে মাঝ আকাশে বিমানে ভিক্ষাবৃত্তি! সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে দেখা দিয়েছে সমালোচনা, ‘ট্রলিং’।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পায়জামা পরা এক পাকিস্তানি নাগরিক বিমানের আসনের মাঝখানের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অর্থ দাবি করছেন। তার হাতে ছিল একটি কাগজও।
প্রতিবেদনে বলা হয়, ওই পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ভিক্ষুক নই। আমি অনুদান চাইছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছি। আমি শুধু বলেছিলাম আপনি চাইলে মাদ্রাসার জন্য অর্থ দান করতে পারেন। আপনার সিট থেকে উঠার দরকার নেই, আমি আপনার আসনের কাছে আসছি।’
তবে কোন বিমানে তিনি ভিক্ষা চেয়েছেন তা প্রতিবেদনে বলা হয়নি।
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ‘ট্রলিং’ এর শিকার হন এই পাকিস্তানি নাগরিক। অনেকে মন্তব্য করেন, ‘দেশের প্রধানমন্ত্রীই তো সর্বক্ষণ ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। সাধারণ নাগরিকের সেখানে টাকা চাইতে অসুবিধা কোথায়?’
আরেক জন মন্তব্য করে লেখেন, ‘আরে দাদা, ভিক্ষা করা সহজ নাকি। টাকা চাওয়াও একটা শিল্প। সবাই কি সেটা পারে নাকি। পাকিস্তানের এ ব্যাপারে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। এটাকে হালকা ভাবে নেওয়া উচিত নয়।’
https://www.youtube.com/watch?v=HG_MhEi5Xd0
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post