ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ২৬ কেজি সোনা জব্দ করা হয়েছে। তবে সেসব সোনার মালিকানা দাবী করেননি কেউ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাইটটিতে আজ সোমবার যৌথ অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়। কাস্টম হাউস ঢাকাসহ অন্যান্য সংস্থা এই অভিযান চালায়। কাস্টম হাউস ঢাকার পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
শুল্ক কর্মকর্তারা জানান, একটি গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটতে অভিযান চালানো হয়। ফ্লাইটটির ১১টি আসনের নিচে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯৮টি ডিম্বাকৃতির সোনার পেস্ট পাওয়া যায়।
জব্দ করা সোনার কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post