গোটা ইউরোপের মতোই তীব্র দাবদাহে পুড়ছে ইতালি। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রচণ্ড খরতাপের কারণে। এমন পরিস্থিতিতে ইতালির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় সরকার।
এছাড়াও সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো থেকে নিজেকে রক্ষার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে বর্তমানের চেয়ে তাপমাত্রা আরো বাড়তে পারে।
সবশেষ ২০২১ সালে ইতালিতে সর্বোচ্চ ৪৮.০৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ৪১ ডিগ্রি অতিক্রম করতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
তীব্র গরমে পর্যটকসহ সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। দর্শনীয় স্থানগুলোতে সকাল ও সন্ধ্যায় পর্যটকদের দেখা গেলেও গরমের কারণে দুপুরে পর্যটকের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, গত বছরের মতো এবারও প্রচণ্ড গরমে দাবানলের সৃষ্টি হতে পারে। এমনটি হলে তা ইতালির সংকট বহুগুণে বাড়িয়ে দিবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post