বরিশালে স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক করে দেওয়ার কথা বলে প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করার পর সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে প্রতারকচক্র। এই ঘটনার সঙ্গে জড়িত প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরেক আসামি।
১৫ জুলাই বিকেলে বাবুগঞ্জের মাধবপাশা বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বরিশাল এয়ারপোর্ট থানাধীন বাদলা গ্রামের মৃত লিটন খানের ছেলে মো. শাকিব খান এবং একই গ্রামের মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে মো. খলিল ব্যাপারী। আরেক আসামির নাম রুবেল।
এক সংবাদ সম্মেলনে পুলিশের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জনান কয়েকমাস ধরে সৌদি প্রবাসী নারীর সঙ্গে বাংলাদেশে থাকা স্বামীর দাম্পত্য কলহ চলে আসছিল। পারিবারিক কলহ মিটমাট করার জন্য সাকিবের শরণাপন্ন হন ওই নারী। সাকিব ভিকটিমের স্বামীর সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভিকটিমের অশ্লীল দৃশ্য ভিডিও কলে ধারণ করেন এবং স্ক্রিন রেকর্ড করেন। পরে ওই রেকর্ড খলিলের মাধ্যমে প্রবাসী নারীকে পাঠিয়ে কয়েকধাপে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।
এদিকে আইনগত সহায়তার জন্য ভিকটিমও অশ্লীল ভিডিও এবং টাকা চাওয়ার রেকর্ড সংরক্ষণ করে তার বোনের স্বামীর কাছে পাঠায়। পরে ভিকটিমের বোনের স্বামী অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে আটক আসামিদের নামে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post