এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা মাঝআকাশেই বিমানের এক যাত্রীর হাতে বেধড়ক মার খাওয়ার অভিযোগ করেছেন। এয়ার ইন্ডিয়ার একটি বিভাগের প্রধান সন্দীপ বর্মা এ ঘটনার শিকার হন। গত রবিবার (৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি ফেরার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। তিনি সিডনি থেকে দিল্লি ফিরছিলেন। মাঝআকাশেই তিনি মারধর করেন সন্দীপ বর্মাকে।
প্রতিবেদনে প্রকাশ, সন্দীপ নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাইও সিডনি থেকে ফিরছিলেন তিনি। বিমান ছাড়ার পর সন্দীপের এক সহযাত্রীর দৌরাত্ম শুরু হয়। সন্দীপ তাকে শান্ত হতে বলেন। তার পরেই ওই যাত্রী সন্দীপকে থাপ্পড় মারেন। তার মাথাও ঠুকে দেন বলে অভিযোগ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার পরে সন্দীপ বিমানের অন্য দিকে চলে যান। কিন্তু পাঁচ জন বিমানবালা মিলেও ওই যাত্রীকে সামলাতে পারছিলেন না। তখন বিজনেস ক্লাস থেকে পুরুষ ক্রুদের ডেকে পাঠানো হয়। তারা এসে ওই যাত্রীকে সামলান। বিমান দিল্লির মাটি ছোঁয়ার পর ওই যাত্রীকে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরে অবশ্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন ওই যাত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post