যাত্রার মাঝপথে আকাশে একটি মার্কিন বিমানে যাত্রী ও ক্রুদের মধ্যে অশান্তির ঘটনা ঘটেছে। ঘটনায় ক্রু সহ চারজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। অশান্তির কারণ অনুসন্ধানে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিমান সংস্থাটি। জখম চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।
একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বিমনটি উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডা যাচ্ছিল। বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। ক্রু সদস্য ছিলেন ৬ জন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে যে গত ১২ জুলাই নির্দিষ্ট সময়ে ক্যারিলোনা বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেয় অ্যালেজিয়েন্ট এয়ারলাইনস ফ্লাইট ২২৭। কিন্তু মাঝ আকাশে কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে ক্রু সদস্য এবং এবং বিমানযাত্রীর মধ্যে প্রবল অশান্তি শুরু হয়। যা পরে ভয়াবহ আকার ধারণ করে। বিমানের একজন যাত্রী ক্রু-র এক সদস্যকে শূন্যে তুলে ধরে মেঝেতে আছড়ে ফেলে দেয়। সেই সময় বিমানে শৌচাগারে গিয়েছিলেন এক যাত্রী। হামলার শিকার হন তিনিও। আঘাতের জেরে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। বিমানের মধ্যে এই দক্ষযজ্ঞের ঘটনায় বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যাত্রীদের একাংশ এবং বিমান ক্রুদের মধ্যে মারামারির ঘটনায় মোট চার জন গুরুতর জখম হন বলে জানা গেছে। এর মধ্যে ২ জন যাত্রী। বিমানটি নির্বিঘ্নে ফ্লোরিডা আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করলে জখমদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের আঘাত কতটা গুরুতর, তা কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
মাঝ আকাশে বিমানে অশান্তি ঘটনায় আতঙ্কের ছাপ ছিল বিমানেরই যাত্রী লিসা স্প্রিগসের চোখে-মুখে। সংবাদমাধ্যমকে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি। ঘটনাটি একটি সিনেমার চিত্রনাট্যের সঙ্গে বর্ণনা করেন। ওই যাত্রী বলেন, তার পাশেই দাঁড়িয়ে ছিলেন এক সদস্য। এই সময় হঠাৎ তিনি দেখতে পান, যাত্রীদের একজন ওই ক্রু-কে শূন্যে তুলে ধরে আছড়ে ফেলতে। ভুক্তভোগী ক্রু সদস্যের পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে জানান তিনি।
এদিকে, বিমানের মধ্যে এই ঘটনায় নড়ে চড়ে বসেছেন অ্যালেজিয়েন্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post