মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে দেশে আসা দুই শতাধিক প্রবাসীর কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ার পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদেরকে জেলে পাঠিয়েছে। পুলিশ বলছে, দেশে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কোন ইতিহাস আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে কুয়েত, কাতার ও বাহরাইন থেকে দেশে ফেরা ২১৯ জন প্রবাসীকে জেলে পাঠিয়েছেন আদালত। তাঁরা রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। পুলিশের অভিযোগ, কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সলাপরামর্শ করছিলেন। রোববার (৬-জুলাই) মুখ্য মহানগর হাকিম আদালত দেশে ফেরত এই প্রবাসীদের কারাগারে পাঠান। আদালতকে বলা হয়, পুলিশ গোপন সূত্রে ওই সলাপরামর্শের খবর জানতে পেরেছে।
তবে আদালত সূত্র জানিয়েছে, তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ তার আবেদনে বলেছেন, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। বিভিন্ন মেয়াদে তাদের সাজাও হয়েছিল। দেশে আসার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। এ সময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাঁরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সলাপরামর্শ করছিলেন বলে গোপন সূত্র খবর পাওয়া যায়। তাদের ছেড়ে দিলে দেশে চুরি-ডাকাতি বাড়তে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে কুয়েত প্রবাসী ১৪১ জন, কাতার ও বাহরাইনের প্রবাসী ৩৯ জন করে। তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। এই ধারায় গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই নয়টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কাউকে গ্রেফতার করতে পারে।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাক্বীন সাংবাদিকদের বলেন, এই ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপরাধে সাজা খাটছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাদের মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
আরও দেখুনঃ বাংলাদেশের খুনি ওমানের ইমাম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post