অবৈধ যাত্রী বহন ও পণ্য পরিবহনকে শক্ত হাতে দমনের উদ্দেশ্যে এবার আরও কড়াকড়ি বিধি আরোপ করলো ওমান। প্রবাসীদের জন্য ফোর হুইল গাড়ি নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ। পারিবারিক যৌথ ভিসাধারী না হলে কোনো প্রবাসীই ফোর হুইল গাড়ি কিনতে পারবেন না, এমনকি চালাতেও পারবেন না।
৪ জুলাই এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করে দেশটির জাতীয় গণমাধ্যম ওমান অবজারভার। সেখানে বলা হয়, ফোর হুইল গাড়ির জন্য নতুন শর্ত মানতে হবে প্রবাসীদের। পুলিশ বলছে, কেবলমাত্র শর্ত মানলেই প্রবাসীরা এই গাড়ির মালিকানা বা চালানোর জন্য আবেদন করতে পারবেন।
খালিদ নামক এক গাড়ির ব্যবসায়ী একজন প্রবাসীর নিকট একটি চাইনিজ ফোর হুইলার বিক্রি করতে যাচ্ছিলেন, এজন্য ক্রেতা বিক্রেতা উভয়ই ছিলেন ভীষণ খুশি। তবে সেই খুশি উবে গেলো রয়েল পুলিশের ট্র্যাফিক ডিপার্টমেন্টে গিয়ে। প্রবাসী ক্রেতার পরিবার ওমানের বাইরে থাকায় তিনি গাড়ির মালিকানা নিতে পারেননি। বিক্রেতা খালিদ মনে করেন পুলিশের এই উদ্যোগ পরিবহন সংক্রান্ত অনিয়ম নিশ্চিতভাবেই রোধ করবে। তবে গাড়ি বিক্রির এই সুযোগ হারিয়ে মন খারাপ খালিদের।
রয়্যাল ওমান পুলিশ বলছে, প্রবাসীরা তখনই কেবল গাড়ির মালিক হতে পারবেন যখন তাদের পরিবার ওমানে থাকবেন। নচেৎ তারা গাড়ি কিংবা ব্যাবসায়িক উদ্দেশ্যে পিকআপ ট্রাকের মালিকানা নিতে পারবেন না। তবে পেশা সংশ্লিষ্ট কাজের জন্য জিএমএইচ বা আরএএম এর মতো জনপ্রিয় ব্রান্ডের ন্যায় তারা ভারী ট্রাক নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সেগুলো অবশ্যই বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।
তবে কেউ যদি এই আইন অমান্য করে, তাহলে তাকে প্রথমবার ৩৫ রিয়াল জরিমানা করবে পুলিশ। তবে পুনর্বার একই কাজ করলে তাদের ফৌজদারি আইনের আওতায় শাস্তির মুখোমুখি করা হবে। এই আইনের আওতায় বিশেষ পেশার সাথে যুক্ত এমন প্রবাসীদের ছাড় দেয়া হয়েছে। ম্যানেজার, টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার প্রবাসীরা সাধারণ নিয়ম মেনেই গাড়ির মালিকানা নিতে পারবেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post