জলপ্রপাত দেখতে গিয়ে পা পিছলে মৃত্যু হয়েছে এক প্রবাসী বাংলাদেশির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত প্রবাসী তরুণীর নাম ইশরাত বিনতে আজিম মিম (২৫)। বাবা এ এফ এম আজিম এবং মা নাসিমা আকতার খানম, তাদের আদিনিবাস ঢাকায়।
এ দুর্ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের কাছে লেইক টাহো এলাকায় ঈগল ফলসে । নিহত তরুণী সান ফ্রান্সিসকোতেই থাকতেন।
নিহতের ফুপাতো ভাই ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আলেক্সান্দ্রিয়া শহরের আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হোসেন জানান, মিম সিলিকন ভ্যালিতে তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘টেকটন’-এ স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপার হিসেবে কাজ করতেন, তিনি সান ফ্রান্সিসকোতেই থাকতেন।
ঘটনার দিন দুই সহকর্মীর সঙ্গে ‘ঈগল ফলস’ নামে জলপ্রপাত দেখতে যান তিনি। এসময় পা পিছলে নিচে পড়ে যান মিম।
স্থানীয় পুলিশ জানায়, এসময় তার সহকর্মীরা জরুরি সেবায় ফোন করলে পুলিশ ও দমকলবাহিনী গোটা এলাকাজুড়ে তল্লাশি চালায়। পরদিন মিমের লাশ পাওয়া যায় ওই জলপ্রপাত এলাকা থেকে মাইলখানেক দূরে বে স্টেট পার্কের কাছে নদীতে।
মা-বাবার দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ ছিলেন মিম। তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post