ওমানে মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরপরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা করোনার সংক্রমন। এমতাবস্থায় ওমানে গণহারে কোভিড-১৯ টেস্ট করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত ওমানের সকল এলাকায় ওমানি ও প্রবাসীদের উপর এই জাতীয় পর্যায়ের সমীক্ষা পরিচালিত হবে। রবিবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে জানায়, “স্বাস্থ্য মন্ত্রণালয় এই বছরের জুলাই থেকে করোনার জাতীয় সেরোলজিকাল জরিপ পরিচালনা করবে। ওমানের সকল বিভাগে এই জরিপ পরিচালিত হবে। এতে প্রবাসীসহ সকল বয়সের বাসিন্দাদের নমুনা সংগ্রহ করা হবে।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
ওএনএ বলছে যে, ওমানে কোন বয়সের লোক বেশি আক্রান্ত তা নির্ণয় করাই এই সমীক্ষার প্রধান লক্ষ্য। এছাড়াও পরীক্ষাগারে নিরীক্ষিত টেস্টগুলো পর্যবেক্ষণ করা, দেশের কোন স্তরে বেশি সংক্রমিত হয়েছে তার মাত্রা নির্ণয় করা ও লক্ষণ ছাড়াই সংক্রমণের হার এবং সংক্রমণের সংখ্যা অনুমান করা। এই রোগের মাত্রার উপর নির্ভর করে জীবনযাত্রার মান কীভাবে প্রভাবিত হয় তা নির্ধারণ করা ও মহামারী ছড়িয়ে পড়ার পর তার প্রভাবগুলি মূল্যায়ন হবে এই জরীপের মূল লক্ষ্য।”
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post