বেশ অনেকদিন ধরেই শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ঢালিউডের বাতাসে। এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিতও দিয়েছিলেন অপু বিশ্বাস।
এই গুঞ্জন অপু-শাকিব জুটির শিবিরে আনন্দ মিছিলের সম্ভাবনা দেখা দিলেও একটি প্রশ্ন পিছু ছাড়ছে না। এইবার শাকিবের ঘরে গেলে অপু কি মুসলিম হবেন?
সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ভিডিওতে অতিথি হয়ে এসেছিলেন অপু। সেখানেই তিনি দিয়েছেন এ প্রশ্নের উত্তর।
অপু বলেন, একটা কথা আমি আগেও বলেছি, ‘আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে।’ এ সময় জয় অবাক হয়ে প্রশ্ন রাখেন তোমার ধর্ম মেনে?’ অপু তখন শুধরে নিয়ে বলেন, ‘মানে আমার ধর্ম নিয়েই তার সাথে আমার বিয়ে হয়েছে।’
নাজিম জয়ও নাছোড়বান্দা। তিনি অপুকে মনে করিয়ে দেন, ‘কিন্তু তুমি এর আগে বলেছ, তুমি মুসলমান হয়েছিলে।’ অপু জবাবে বলেন, ‘আমার নামটা অপু ইসলাম খান করা হয়েছিল। কিন্তু আমি আমার পূজা করেছি। কোরবানির সঙ্গে আমার সন্তানকে শামিল করেছি। তার জন্য কোরবানিও দেই। আমি কিন্তু এর আগেও বলেছি আমার মৃত্যুর পর কবরে না, আমাকে যেন দাহ করা হয়।’
তার মানে তুমি মনে প্রাণে হিন্দু আছ? জবাবে অপু ‘হ্যাঁ’ বলে বলিউডের সাইফ আলী খান-কারিনা কাপুর, শাহরুখ-গৌরিদের তুলনা টানেন। বলেন, ‘তারা কিন্তু এক ছাদের নিচে থেকেও নিজেদের ধর্ম পালন করছেন।’
২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। পুত্রকে নিয়ে একটি টিভি চ্যানেলে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয় জন্মগ্রহণ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post