মিশরে সাফল্য পেয়েছেন চার বাংলাদেশি তরুণ। দেশটির বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক রিসার্চ কমপ্লেক্স আয়োজিত এক প্রতিযোগিতায় ৪ বাংলাদেশি শিক্ষার্থী বিজয়ী হয়েছেন।
প্রতিযোগিতার শিরোনাম ‘আমার দেশের সংস্কৃতি’। গত বুধবার আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ ৫ জনের প্রথম চারজনই বাংলাদেশের। প্রথম হয়েছেন পাবনা জেলার মনিরুল ইসলাম ও ময়মনসিংহ জেলার মুহাম্মদ মারুফ হুসাইন সাদ্দান। তৃতীয় ও চতুর্থ হয়েছেন আরও ২ বাংলাদেশি।
ওই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টির ইসলামিক রিসার্চ কমপ্লেক্স শাখা ।
বিজয়ীদের প্রথম হওয়া দু’জন প্রত্যেকে জনপ্রতি ২৫ হাজার মিশরীয় পাউন্ড করে প্রাইজমানি পেয়েছেন। তৃতীয় বিজয়ী মুন্সিগঞ্জের নাফিস মাহমুদ ১০ হাজার পাউন্ড ও চতুর্থ বিজয়ী সাবির আহমেদ গোফরান পেয়েছেন ৫ হাজার পাউন্ড।
এছাড়াও বিজয়ীরা দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কায়রো ও ফাইয়ুম জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো বেড়ানোর সুযোগ পাবেন।
বিজয়ী ৪ বাংলাদেশি আল-আজহার ইনস্টিটিউটের আদব বিভাগের শিক্ষার্থী। তারা কয়েকধাপে ১০টি বিষয়ের ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় মিশরীয় ও বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয়।
মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও আল-আজহারের সকল বিভাগের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইসলামিক রিসার্চ কমপ্লেক্সের মহাসচিব ড. নাযির আইয়াদ জানান, ‘ মিশরীয় সংস্কৃতির সঙ্গে অন্য দেশের মানুষকে পরিচয় করানো ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য। আর সেটা করা হয়েছে মিশরীয় ও বিদেশি দুই শিক্ষার্থীদের মাঝে সহপাঠীর বন্ধন তৈরির মাধ্যমে।’
আইয়াদ আরও বলেন, ‘মিশরীয় শিক্ষার্থীরাও অন্য দেশের ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, অভ্যাস-আচরণ ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সভ্যতার নিদর্শনমূলক স্থানগুলো পরিচিত করানোর মাধ্যমে মিশর ভ্রমণের প্রতি ভিন দেশীদের উৎসাহিত করা হয়েছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post