প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওবাব আল আহমদ। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
৫ জুলাই প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এসময় বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক আরও গভীর ও নতুন উচ্চতায় নিয়ে যেতে জুলাইয়ে ব্যাংককে অনুষ্ঠেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সাধারণ পরিষদের বৈঠকে একসঙ্গে কাজ করতে সম্মত হন তারা। এসময় দুই দেশের প্রধানমন্ত্রী তাদের কথোপকথনে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন, এবং সময়ের সাথে সম্পর্ক গভীর ও নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওবাব আল আহমদ আনন্দের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিবেদিত ও পরিশ্রমী ভূমিকার অনুমোদন দেওয়ার কথা জানান। দুই দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের জন্য আমন্ত্রণ জানান। সেই সঙ্গে তারা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ বা উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post