বলিউড বাদশাহ শাহরুখ খান যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে একটি প্রজেক্টের দৃশ্য ধারণ করতে গিয়ে আহত হয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে চোট লেগে নাক থেকে রক্ত ঝরতে শুরু করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিকটস্থ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা শাহরুখ খানের টিমকে আশ্বস্ত করে জানান, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ছোট্ট একটি অপারেশন করলেই সব ঠিক হয়ে যাবে। সার্জারির পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
ঘটনার পর শাহরুখ শুটিং বন্ধ করে দেশে ফিরে এসেছেন বহু আগেই। শাহরুখের দুর্ঘটনার খবর গণমাধ্যমে আসে কয়েকদিন পর, মঙ্গলবার দুপুরে। তবে এর আগেই শাহরুখ দেশে ফিরে এসেছেন।
তিন দশকের লম্বা ক্যারিয়ারে কম চোট পাননি কিং খান। ছোটোখাটো দুর্ঘটনা তো হরহামেশাই ঘটে, এসবের বাইরে অন্তত ১০ বার অপারেশন করাতে হয়েছে।
২০০৯ সালে কিং খানকে অপারেশন টেবিলে যেতে হয়েছিলো বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় । ২০১৩ সালে চেচন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর এসআরকে ফের সার্জারির মুখোমুখি হন। ২০১৭ সালে রইস সিনেমার শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ায় আবারো অস্ত্রোপচার।
শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা পাঠান মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। দর্শক মাতিয়ে পাঠানের আয় হাজার কোটি টাকারও বেশি। আগামি ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে পরের সিনেমা, জওয়ান। শাহরুখের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা ও বিজয় সেতুপতি।
এছাড়াও শাহরুখের হাতে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি রয়েছে । সেখানে তার বিপরীতে রয়েছেন তাপসী পান্নু।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post