ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজ্ঞাপন স্থগিত করেছে কানাডার ফেডারেল সরকার। কর্তৃপক্ষ বলছে তারা কাওকে পরোয়া না করে নিজেদের প্রণীত আইন মেনেই আগাবে। এর আগে গত জুন মাসে কানাডার পার্লামেন্ট অনলাইন নিউজ অ্যাক্ট প্রণয়ন করেছে। নতুন আইন অনুযায়ী ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের সংবাদ নিবন্ধগুলোর অ্যাক্সেস দেয়ায় ব্যাপারে কানাডিয়ান নিউজ আউটলেটগুলোকে যেমন ক্ষতিপূরণ দিতে হয় গুগল এবং মেটার মতো ডিজিটাল জায়ান্টদেরও এমন বাণিজ্যিক চুক্তি করা বাধ্যতামূলক।
জনপ্রিয় সাইট ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। আলোচিত এই বিলটি পাস হওয়ার পর পরেই তারা ঘোষণা করেছে, দেশটিতে প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য তারা কানাডিয়ান সংবাদ ব্লক করার ব্যবস্থা নেবে।
কানাডার হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপগুলোকে ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছেন।
মন্ত্রী বলেন, ‘এই কারণেই আজ আমরা ঘোষণা করছি যে, কানাডা সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজ্ঞাপন স্থগিত করবো।’
এই সিদ্ধান্তের ফলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বছরে আনুমানিক প্রায় ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার (৭.৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় হারাতে পারে।
গুগলও ঘোষণা দিয়েছে, তারা এই আইন প্রতিহত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post