বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী সম্প্রতি ওই অভিযোগপত্র জমা দেন।
আদালতের বিমানবন্দর থানার নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ফরিদ মিয়া জানান, আগামী ১৩ জুলাই মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।
নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি কমিটির অন্যতম সদস্য সাবেক ডিজিএম মেজর তাইজ ইবনে আনোয়ার, এমটি অপারেটর জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, মাহবুব আলী, এনামুল হক, মাহফুজুল আলম, এমএলএসএস জাহিদ হাসান, হারুন অর রশিদ, সোবাহান, জাকির হোসেন, অফিস সহায়ক আওলাদ হোসেন ও হেলপার জাবেদ হোসেন প্রমুখ চার্জশিটে উল্লেখযোগ্য আসামি।
তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন, আসামিরা অসৎ উদ্দেশে অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সংগ্রহ, বিতরণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা সবাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রয়-বিক্রয়, মিডিয়া ও বিতরণকারী চক্রের সদস্য মর্মে প্রমাণিত হয়। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১/৩২/৩৩/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
২০২২ সালের ২১ অক্টোবর বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। ওই ঘোষণায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। এরপর অনিবার্য কারণে দেখিয়ে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিমানবন্দর থানায় ২০২২ সালের ২৬ অক্টোবর একটি মামলা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post