মহামারী করোনায় সৌদিতে একদিনেই ৫৬ জনের মৃত্যুর রেকর্ড করেছে আজ। রবিবার (৫-জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সৌদিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৫৮ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ১২৮ জন। ৪-জুলাইর হিসেব অনুযায়ী সৌদি আরবে ৫২১ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আরব নিউজ জানিয়েছে, মার্চের ২ তারিখ থেকে সৌদি আরবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে দেশটিতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেনি। সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ৩৬০, দাম্মামে ৩১৫, হুফফে ২১৭ এবং কাতিফের ২১৪ জনের নাম রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।
আরও পড়ুনঃ ওমানে করোনা সুস্থতার হার ৬০ শতাংশ
এদিকে মহামারী করোনার কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৩০০ বেশি বাংলাদেশি মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েক শ’ প্রবাসী। দেশে দেশে বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর খবরে আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর ১৯টি দেশে এ পর্যন্ত ১৩৮০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ছয় দেশে এখন পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post