লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। অগোছালো চুল, মলিন চেহারা আর পুরনো পোশাক পরা সেই রানুর কণ্ঠ রাতারাতি চারদিকে ছড়িয়ে যায় । বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে ‘হ্যাপি অ্যান্ড হির’ সিনেমায় ‘তেরি মেরি কাহানি’ শীর্ষক একটি গানে কণ্ঠও দেন রানু। কিন্তু সময়ের পরিক্রমায় সেই রাণু আবার নিজের পুরনো অবস্থানে ফিরে এসেছেন। এখন কী হালে আছেন সেই শিল্পী?
আসলে রানুর এখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। উপার্জন আর আগের মতো হয় না। রানু মণ্ডল এখন আলোচনা থেকে অনেক দূরে নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। কোনওদিন খাবার জোটে, আবার কোনওদিন জোটেও না। আর্থিক পরিস্থিতি ভীষণ খারাপ। কিছু কিছু ইউটিউবার খাবার এনে দিলে রানু সেটাই খান। মাঝে মধ্যে আবার ইউটিউবারদের দেখলে তেড়েও আসেন।
ভিন্ন খবর হলো হৃষিকেশ মণ্ডলের পরিচালনায় আসছে রানু মণ্ডলের বায়োপিক। নাম এক প্যায়ার কা নগমা হ্যায়। জীবনে উত্থান পতন, সেগুলো কাটিয়ে ওঠা, কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। এসব গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সেক্রেড গেমসের ঈশিকা দে। প্রথমে শোনা গিয়েছিল ছবির নাম হবে মিস রানু মারিয়া, তবে তা পালটে নাম রাখা হয়েছে এক প্যায়ার কা নগমা হ্যায়। ছবির শ্যুটিং আপাতত শেষ এই সিনেমার জন্য রানু ৫০ হাজার টাকাও পেয়েছেন।
উল্লেখ্য, হিমেশের সাথে গান করে চলে আসেন আলোচনার কেন্দ্রে। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি তিনি। ভক্তদের সঙ্গে বাজে আচরণ করে বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর নীরবেই হারিয়ে যান গান-সিনেমার জগত থেকে। এখন রানু মণ্ডলের দিন সেই রানাঘাটেই কাটে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post