বিশ্বে শান্তিপ্রিয় দেশের মধ্যে তৃতীয় স্থানেই রয়েছে ওমানের নাম। সম্প্রতি অর্থনীতি ও শান্তির জন্য আন্তর্জাতিক থিঙ্ক-ট্যাঙ্ক ইনস্টিটিউট থেকে প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্সের ১৭ তম সংস্করণ অনুযায়ী মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে তৃতীয় অবস্থানে আছে ওমান। এদিকে এই তালিকার প্রথমে স্থানে করে নিয়েছে কাতার। তাছাড়াও কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, বাহরাইন এবং সৌদি আরব তালিকার শীর্ষ দশে অবস্থান করছে।
বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ মেনা। টানা আট বছর ধরে তারা এই একই অবস্থানে আছে। যদিও গেলো বছরের তুলনায় শান্তিতে দেশটির দশমিক ছয় তিন শতাংশ উন্নতি হয়েছে। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ দেশের তালিকায় ওমান ৪৮ তম স্থানে রয়েছে। এছাড়াও যারা শান্তিতে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশগুলির মধ্যেও রয়েছে ওমানের নাম। অন্যদিকে কাতার এই অঞ্চলের একমাত্র দেশ যা বিশ্বব্যাপী শীর্ষ ২৫টি শান্তিপূর্ণ দেশের তালিকায় স্থান পেয়েছে। ২০২৩ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার উন্নতি, বহিরাগত সংঘাত এবং জাতিসংঘ শান্তিরক্ষা তহবিলের উন্নতির কারণে কাতার সামগ্রিক শান্তিতে উন্নতি করতে সক্ষম হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী শান্তির গড় স্তরের অবনতি হয়েছে। ৮৪টি দেশের উন্নতি এবং ৭৯টি দেশের অবনতি রেকর্ড করা হয়েছে। এ থেকে বোঝা যায় যে উন্নতির তুলনায় অবনতি হওয়া দেশের সংখ্যাই বেশি। এর সমচেয়ে বড় কারণ হিসেবে করোনা পরবর্তী নাগরিক অস্থিরতা বাড়া এবং আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাত ত্বরান্বিত হওয়ার সময় রাজনৈতিক অস্থিতিশীলতা বেশি হওয়াকে দায়ী করা হচ্ছে।
সামগ্রিক ভাবে আইসল্যান্ড সবচেয়ে বেশি শান্তিপূর্ণ দেশ। ২০০৮ সাল থেকে দেশটি এই অবস্থান ধরে রেখেছে। তালিকার সবচেয়ে নীচে অবস্থান করছে আফগানিস্তান। এর পরেই আছে ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো যারা কম শান্তিপূর্ণ দেশের তালিকার শীর্ষে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post