সুইডেনে পবিত্র মহাগ্রন্থ কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত। পাশাপাশি দেশটিতে সুইডিশ পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সুপার মার্কেট সমিতি। এরই মধ্যে কুয়েতের বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৫০টিরও বেশি সুইডিশ পণ্য। কুয়েতের বিভিন্ন সুপার মার্কেটের তাক থেকে সুইডিশ পণ্য বের করে আলাদা করে ফেলা হচ্ছে। সুইডিশ পণ্যগুলো প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কোথাও কোথাও ।
এদিকে কুয়েত সরকার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে। শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে একটি প্রতিবাদলিপি দিয়েছেন পররাষ্ট্র উপমন্ত্রী। যাতে একজন উগ্রপন্থীর মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
কুয়েতে সুইডেনের রাষ্ট্রদূত নিযুক্ত নেই। কুয়েতে সুইডেনের স্বার্থ দেখাশোনা করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত। উল্লেখ্য এর আগে পবিত্র ঈদুল আজহার দিন পবিত্র কোরআনে আগুন দেন ইরাক থেকে আসা সুইডেনের অভিবাসী সলমন মোমিকা। তিনি দেশটির আদালতে এই কাজ করার জন্য আবেদন জানিয়েছিলেন। পরে আদালত তাকে অনুমতি দেয়। ঈদের দিন মসজিদের সামনে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে সুইডেন ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post