মুসলিমদের কাছে ইব্রাহিম রিচমন্ড এক অনন্য ব্যক্তি। দীর্ঘ পনেরো বছর ধরে খৃষ্ট ধর্মযাজকের ভূমিকায় হাজারো মানুষকে ধর্মান্তরিত করেছেন। সেই ইব্রাহিমের মনেই সাধ জেগেছিলো মুসলিম হবার, সেই সাধ পূরণ হয়েছে মাস তিনেক আগেই। ইসলাম ধর্ম গ্রহণ শেষে মনে জন্মে পবিত্র নগরী ঘুরে দেখার খায়েশ। সৌদি বাদশাহর আমন্ত্রণে এবার সেই ইচ্ছাও পূরণ হয়েছে। বাদশাহর নিমন্ত্রণে এবার পৃথিবীর ৯০টি দেশ থেকে রাজকীয় অতিথি হিসেবে হজ্জে এসেছেন প্রায় আড়াই হাজার মানুষ। ইব্রাহিম রিচমন্ড তাঁদেরই একজন।
তার কাছে ইসলাম গ্রহণের অনুভূতি জানতে চান বাংলাদেশের প্রতিনিধি দলের এক তরুণ সদস্য। জবাবে ইব্রাহিম বলেন, “আমি আমার গির্জার ছোট্ট একটি ঘরে ঘুমিয়ে ছিলাম। একটা স্বপ্ন দেখলাম, অনেক রাতে আমাকে একজন মানুষ ডেকে বলছেন তুমি এই সাদা পোশাকটি পরো। আমি বুঝতে পারছিলাম না তিনি কে? তিনি আবারও বললেন তুমি সাদা পোশাকটি পরো। আজ যখন আমি ইহরামের সাদা পোশাক পরার তাওফিক পেলাম, তখন মনে হলো আমার সেই স্বপ্ন আজ সত্যি হলো। আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি।”
তিনি বলছিলেন, “এই পুরো ঘটনা আমি আমার অনুসারীদের কাছে খুলে বললাম। সব শুনে আমার অনুসারীরা সকলেই বিশ্বাস করলো এবং মেনেও নিলো। পরদিন সকলেই সাদা পোশাক পরিধান করে উপস্থিত হলো এবং হাজার হাজার মানুষ ইসলামের পবিত্র কালিমা উচ্চারণ করে মুসলমান হয়ে গেলো। বদলে গেল আমাদের জীবনের গতিপথ। আমরা এখন আলোর পথের অভিযাত্রী” আবেগে কন্ঠ কেঁপে উঠলো রিচমন্ডের।
হজ্জ্ব নিয়ে ইব্রাহিমের আবেগের শেষ নেই। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাতে পবিত্র নগরীতে এসে প্রথমেই সেজদায় লুটিয়ে পড়েন। গণমাধ্যমে ইব্রাহিমের দ্বীনে ফেরার গল্প নিয়ে একটি সাক্ষাৎকার প্রচারের পর থেকে পৃথিবীর মুসলিমদের কাছে ইব্রাহিম এখন এক অনন্য মানুষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post