একজন চীনা পর্যটকের সাথে মালেশিয়ার ইমিগ্রেশনের এক ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করেন দেশটির একজন মন্ত্রী। গত কিছুদিন ধরে মালয়েশিয়ার গণমাধ্যমে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা নিয়ে বেশ চর্চা হচ্ছে।
গণমাধ্যমে প্রচারের পর বিষয়টি নিয়ে চারিদিকে যখন সমালোচনার ঝড় উঠছে এমন সময় রোববার (২ জুলাই) হঠাৎ করেই বিমানবন্দরটি পরিদর্শনে যান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসময় তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন ও কাস্টমস কাউন্টারগুলো ঘুরে ঘুরে বিমানবন্দরে উপস্থিত দেশি এবং বিদেশী যাত্রীদের সাথে কথা বলেন।
এমন সময়ে সেখানে অবতরণ করে কলিং ভিসার বাংলাদেশী কর্মীদের একটি ফ্লাইট। নিজেই এগিয়ে এসে কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। দেশটির গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, এসময় নতুন যাওয়া বাংলাদেশী কর্মীদের সাথে তার কথাবার্তা হয়। কর্মীদের সাথে হাত মিলিয়ে কুশলাদি জানতে চান এবং কর্মীদের কাগজপত্র হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেন।
বাংলাদেশী কর্মীরাও মালয়েশিয়ায় ঢুকেই এমন অপ্রত্যাশিত এবং চমৎকার অভ্যর্থনায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে।
মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল যে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় এলে বাংলাদেশীদের অসুবিধে বেড়ে যাবে কিন্তু বাস্তবে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর বাংলাদেশীদের কলিং ভিসাসহ নানা বিষয়ে কল্যাণকর এবং ইতিবাচক পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post