ওমানে ঈদের আনন্দ করতে যেয়ে শোঁকে পরিণত হয়েছে এক প্রবাসী পরিবার। দেশটির জাবাল আখদার নামক পাহাড়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত ওমান প্রবাসীসহ একই পরিবারের ৩ জন। পরিবারটির অন্য আরও ৩ জন গুরুতর আহত হয়ে নেজুয়া হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মাস্কাট থেকে হাফেজ শাহাদাত হোসেন নামে এক প্রবাসী আমাদের জানান, মুফতি শিব্বির আহমেদ সবে মাত্র বিবাহ করেছেন। পরিবার নিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে মাস্কাটের জাবাল আখদার যান। সেখান থেকে ফেরার পথে পহেলা জুলাই স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সদ্য বিবাহিত হাফেজ মাওলানা শিব্বির আহমাদসহ পরিবারের আরো দুইজন। গুরুতর জখম নিয়ে অপর দুই কন্যাসন্তানসহ নেজুয়া হাসপাতালে ভর্তি রয়েছেন মাসুম সরোয়ার। গাড়ির যাত্রীদের সকলেই ওমানে প্রতিষ্ঠিত এই কাপড় ব্যবসায়ীর পরিবারের সদস্য।
জানা গেছে, মাত্র ছয় মাস আগেই বিবাহের বন্ধনে আবদ্ধ হন নিহত ছোটভাই শিব্বির আহমাদ। মর্মান্তিক এই দুর্ঘটনায় ছোট ভাই, স্ত্রী ও মেয়েকে হারিয়ে শোঁকে দিশেহারা বড়ভাই মাসুম সরওয়ার। চোখের পলকেই ১ বছর বয়সী ছোট্ট মেয়েকে হারিয়ে মাসুম সরওয়ার যেনো বেঁচে থেকেও মৃত।
একটি সমৃদ্ধ পরিবারে এখন কেবলই শূন্যতা আর হাহাকার। আহতদের মধ্যে বড় মেয়ে নাবিলা আইসিউতে ভর্তি এবং মেঝমেয়ে নাফিসা বাবার সঙ্গে ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছে। তাদের জন্য পরিবারের স্বজন এবং পরিচিতরা সকলের নিকট দোয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post