কম আয়ের মানুষের জন্য আলাদা শহর বানানোর ঘোষণা দিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। গত ৩১ মার্চ ওমানের বার্তাসংস্থা জানায়, রাজধানী মাস্কাটের পাশে শহরটি নির্মাণ করা হবে। যেখানে কম আয়ের মানুষের জন্য ২০ হাজার বাড়িঘর তৈরি করা হবে। এটি নির্মিত হবে ১৪ দশমিক ৮ মিলিয়ন জায়গাজুড়ে। শহরটির নির্মাণকাজ যখন শেষ হবে তখন এখানে ১ লাখ মানুষ বসবাস করতে পারবেন। বাসস্থান ছাড়াও এতে থাকবে স্কুল, ধর্মীয় স্থান, হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় এবং শপিং সেন্টার।
২০২৪ সালের শুরুতে এটির নির্মাণকাজ শুরু হবে এবং তিন বছরের মধ্যে শেষ হবে। সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘সাধারণ ওমানি যাদের নিজস্ব বাড়ি নেই তাদের জন্য এ শহরটি সুলতানের একটি বড় উপহার।’ বিবাহিত নারী-পুরুষ যারা বাড়ি ভাড়া দিয়ে কুলিয়ে ওঠতে পারছেন না— তাদের এ শহরে বাড়ি দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। মোহাম্মদ আল এসরি নামে মাস্কাটের এক বাসিন্দা বলেছেন, ‘শহরটি বানানো হবে আমাদের মতো মানুষদের জন্য যারা বাড়ি কেনার মতো অর্থ উপার্জন করতে পারেন না। আমি খুবই উদ্দীপিত। আল্লাহ সুলতানের ভালো করুক।’
সুলতানের এ ঘোষণাকে অনেকে স্বাগত জানিয়েছেন। তাদেরই একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল্লাহ আল খুশাইবি। তিনি জানিয়েছেন, বর্তমানে ৪ রুমের একটি বাড়িতে পরিবারের ১৬ জন সদস্যকে নিয়ে বসবাস করছেন তিনি। রাজধানীর পাশে যদি নতুন শহর বানানো হয় তাহলে তার পরিবার উপকৃত হবে। তিনি বলেছেন, ‘বর্তমানে চার রুমের বাড়িতে ১৬ জন আছি। তাদের মধ্যে আমার তিন ভাই রয়েছেন। তারা সবাই বিবাহিত এবং সন্তান আছে। এছাড়া দুই বোন ও বাবা-মাও আছেন।’ তিনি আরও বলেছেন, ‘এই সংবাদ আমার ভাইদের জন্য ইনশাআল্লাহ ভালো হবে। আশা করি ভাইয়েরা নিজেদের থাকার জায়গা পাবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post