ওমান সরকার জানিয়েছে, দেশটিতে বর্তমান করোনা পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অভ্যন্তরীণ বিমান চলাচল খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। সেক্ষেত্রে অভ্যন্তরীণ বিমান চলাচল চালু হলেও ফ্লাইটের সংখ্যা বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেয়নি ওমান সরকার।
ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েসন (পিএসিএ) ঘোষণা দিয়েছে বিমানের টিকেটের দাম নিয়ন্ত্রণে পিএসিএ গ্রাহকদের কাছে দায়বদ্ধ। পিএসিএ বলেছে, নির্দিষ্ট গন্তব্যের যদি একটি ফ্লাইট পরিচালনা করা হয় তবে বিমান ভাড়ার বিষয়ে কর্তৃপক্ষের বিভিন্ন বক্তব্য থাকবে। কিন্তু একাধিক প্রতিষ্ঠান কোনও নির্দিষ্ট গন্তব্যের জন্য ফ্লাইট পরিচালনা করে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে সেই গন্তব্যে প্রতিযোগিতা রয়েছে। এই ক্ষেত্রে বিমানের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে অনেক খেয়াল রাখতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবহণ মন্ত্রী ডঃ আহমেদ আল ফুটাইসি বলেন, “বর্তমান পরিস্থিতিতে স্থল ও বিমান চলাচলের কোনও পরিকল্পনা নেই সরকারের। একই সাথে বিভিন্ন দেশে যে ওমান নাগরিকরা করোনার জন্য আটকে পরে আছে তাদেরও দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে করোনা পরিস্থিতিতে বিমান খাত যেনো আর্থিকভাবে ভেঙে না পরে সেই দিকে নজর দিয়েছে সরকার। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মচারী ও পাইলটের পদমর্যাদা বাড়িয়েছে বিমান সংস্থা।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
পরিবহণমন্ত্রী আরও বলেন, তেলফিল্ড ও শার্কিয়াহ এভিয়েশনের ব্যক্তিগত পরিষেবায় অভ্যন্তরীণ ফ্লাইট আবার শুরু হয়েছে। “আমরা কাসাব, মারমুল ও কর্ণে আলমে ফ্লাইট পরিচালনা করার নির্দেশ দিয়েছি।” তিনি আরও জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে ৩০ শে জুন পর্যন্ত প্রায় দুই হাজার ৪০০ টি যাত্রীবাহী ও কার্গো বিমান পরিচালনা করা হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদী বলেন, ওমানের সাথে সকল স্থলবন্দর এখনও বন্ধ রয়েছে। এছাড়াও বর্তমানে কাউকেই বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post