ওমানে ভিজিট ভিসায় এসে আটকেপড়াদের জন্য দারুণ সুখবর দিলো রয়্যাল ওমান পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন জাতীয় গণমাধ্যমে রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ওমানের ভিজিট ভিসায় বর্তমানে প্রবাসীদের পরিবারের সদস্যদের পারিবারিক ভিসায় রূপান্তরিত করার অনুমতি দেওয়া হয়েছে।
রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “এটা সম্ভব, বর্তমান পরিস্থিতিতে ওমানে ভিজিট ভিসা থেকে ফ্যামিলি ভিসায় স্থানান্তর করা সম্ভব।” ভিজিট ভিসা থেকে ফ্যামিলি ভিসায় পরিবর্তন করতে দেশে ভ্রমণ করার দরকার আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরওপি বলেন, “ভিসায় যোগদানকারী পরিবার ওমানের বাসিন্দা বিদেশীর স্ত্রী এবং বয়সের সীমার মধ্যে তার সন্তানদের দেওয়া হয় granted এটি ওমানির নাগরিকের বিদেশী স্ত্রীকে তার অনুরোধে মঞ্জুর করা হয় এবং বিবাহের স্থিতি নিশ্চিতকরণ সম্পর্কিত কর্তৃপক্ষের প্রশংসাপত্রের সাপেক্ষে।”
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
অর্থাৎ ওমানের যারা বৈধ রেসিডেন্স এবং তাদের ফ্যামিলি ভিজিট ভিসা দিয়ে ওমানে এনে করোনার কারণে আটকা পড়েছেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে তাদের স্ত্রী ও সন্তানদের বৈধ কাগজপত্র (কাবিন নামা সহ সকল পেপারস নোটারি কৃত হতে হবে) জমা প্রদান সাপেক্ষে তাদের ভিসা পরিবর্তন করার সুযোগ পাবে। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post