ওমানে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসীরা। নারীদের দিয়ে দেহ ব্যবসা, জুয়া ও মাদকের মত অপরাধেও দিনদিন প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ছে। এছাড়াও দেশটির শ্রম আইন লঙ্ঘনের মত সাধারণ অপরাধ তো আছেই। প্রায় প্রতিদিনই এধরনের অপরাধের কারণে আটক হচ্ছেন প্রবাসীরা। আর আইন লঙ্ঘনকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাত হাজারের বেশি প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের পরিদর্শনের সহকারী মহাপরিচালক নাসের বিন সালেম আল হাদরামি বলেন, ওমানের সমস্ত শ্রমিকদের জন্য কাজের পরিবেশ নিরাপদ, স্থিতিশীল এবং শালীন করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।
এ বছরের জানুয়ারিতে থেকে শুরু হয় পৌরসভা, শিক্ষা মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ পরিচালিত যৌথ পরিদর্শন অভিযান। যেখানে ৭ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। মহাপরিচালক আরও বলেন পরিদর্শন দলটি কাজের সময়, নারী ও কিশোরদের কর্মসংস্থান, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সবকিছু, নিয়োগকর্তা ও কর্মীদের সচেতনতা প্রদানের বিষয়টি বিবেচনায় নিয়েছিল।
সম্প্রতি শ্রম বাজারে নেতিবাচক ঘটনাগুলো দূর করতে পরিদর্শন প্রচারাভিযান জোরদার করেছে মন্ত্রণালয়। পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে, আল হাদরামি বলেন, ২০২২ সালে গ্রেপ্তার করা হয়েছিল ১৭ হাজারেরও বেশি শ্রমিককে। তিনি আরো বলেন, কর্মক্ষেত্র থেকে পালিয়ে আসা শ্রমিকের সংখ্যা ২৭ হাজার ৯শ ৫৪ জন এবং শ্রম অভিযোগের সংখ্যা ছিলো ৬৬ হাজার ৪শ ৬৯ টি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post