দেশে ফেরার সময় বিদেশ থেকে অনেকে সোনা নিয়ে আসেন। কেউ সোনার বার আনেন কেউ আনেন স্বর্ণালংকার। সোনা বহনকারীদের অধিকাংশই বিক্রির জন্য এসব নিয়ে আসেন। পাচারের উদ্দেশ্যে নানা কায়দায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সোনা নিয়ে আসছে পাচারকারীরা। গতকাল ৪ জুন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক পাচারকারীকে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা।
অভিনব কায়দায় দরজার কব্জায় লুকিয়ে এক কেজি সোনাসহ রবিবার (৪ মে) সকাল আটটায় ফ্লাই দুবাইয়ের এফজে-৫৬৩ ফ্লাইটে করে দেশে আসেন আব্দুল করিম । পরে তার ব্যাগ স্ক্যানিংয়ের সময় করিমের লাগেজে দরজার কব্জা দেখে সন্দেহ হয় এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যদের। পরে তার লাগেজ থেকে সেগুলো বের করে পরীক্ষা করলে কবজার মাঝখানে লাগানো রং মাখা দণ্ডটি স্বর্ণ হিসেবে পাওয়া যায়। পরে সব দরজার কবজা থেকে ৭৪৬ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়।
এ ছাড়া তাঁর কাছে ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের কয়েকটি বালাও জব্দ করা হয়। যা বাংলাদেশ জুয়েলারি সমিতির হিসাব অনুযায়ী স্বর্ণগুলোর আনুমানিক বাজারদর ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা। উদ্ধার করা স্বর্ণ পরিমাপ করে কাস্টমসে জমা ও আটক যাত্রীকে মামলাসহ থানায় হস্তান্তর করা হয় বলে জানান শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা। আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি দুবাইপ্রবাসী ও ফেনী জেলার বাসিন্দা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post