ওমানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ১০ জনের মৃত্যুর রেকর্ড করেছে আজ। শনিবার (৪-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১,১৭৭ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৯৬৯ জন ওমানি নাগরিক এবং ২০৮ জন প্রবাসী। ওমানে মোট আক্রান্ত ৪৫,১০৬ জন, গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট করা হয়েছে ২,৯৯২ জন, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ৭৯৯ জন। এখন পর্যন্ত ওমানে সর্বমোট সুস্থ হয়েছে ২৬,৯৬৮ জন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ জন। এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ৪৫২ জন এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে ভর্তি ১১৬ জন। সুত্রঃ ওমান ডেইলি
ওমানে গত এক সপ্তাহে নতুন করোনা রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার ছাড়িয়েছে। এই বিষয়টি নিয়ে সবাই উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী। সুপ্রিম কমিটি ও এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি প্রত্যেককে বাড়িতে থাকতে ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, “করোনা পরিস্থিতিতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। যারা এটি মেনে চলবে না তাদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। তাই সকলকে আহ্বান জানানো হয়েছে যে, করোনা সংক্রমণ রোধে সকলে যেনো সামাজিক দূরত্ব মেনে চলে।” মন্ত্রী চলতি বছরের শেষের দিকে করোনার ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৯৭ জনে।
আরও পড়ুনঃ ৮জুলাই ওমান থেকে ঢাকা সালাম এয়ারের বিশেষ ফ্লাইট
শনিবার (০৪ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৯৭ জনের।
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post