ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের হাতে উদ্বোধন করা দুর্লভ রোলেক্স ঘড়ির একটি নিলামে বিক্রি হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক নিলামে ৩৫ লাখ ডলারে বিক্রি হয়েছে সেই ঘড়ি।
এছাড়া সুলতানের আরও সংগ্রহশালার জিনিস বিক্রি হয়েছে মোট ৩ কোটি ডলারে। এই সংগ্রহে বিভিন্ন ব্র্যান্ডের ১৫৯টি ঘড়ি এবং একটি সিগারেটের লাইটার ছিল।
নিলামে বিক্রি হওয়া ঘড়ির ব্র্যান্ডের মধ্যে আছে রোলেক্স, পাটেক ফিলিপ, লরেন্ট ফেরিয়ার, চোপার্ড, ব্রেগুয়েট এবং অন্যান্য বিলাসবহুল নির্মাতাদের ১৫৯টি ঘড়ি।
২০২০ সালে মারা যাওয়ার আগে সুলতান কাবুস বিন সাইদের জন্য বিশেষভাবে তৈরি করা বেসপোক টাইমপিসগুলো একটি ব্যক্তিগত সংগ্রহের অংশ ছিল যা গত ১৩ মে সুইজারল্যান্ডের ক্রিস্টির নিলাম হাউসে বিক্রি হয়েছে।
সাতটি রোলেক্সের মধ্যে একটি মূলত ওমানের সুলতান দ্বারা উদ্বোধন করা হয়েছিল এবং বিক্রয়ের জন্য রাখা হয়েছিল। এর মধ্যে একটি ১৬৬৫ সী-ডভেলার ছিল যার ‘কাবুস’ ডায়ালটি ১৯৭৩ সালের দিকে তৈরি হয়েছিল। বিরল ঘড়িটিতে বিশেষভাবে ডিজাইন করা ডায়াল এবং সুলতান কাবুসের উজ্জ্বল লাল স্বাক্ষর রয়েছে।
একটি ১৮-ক্যারেট সোনার কেসে সেট করা এবং ঘন্টাগুলি চিহ্নিত করে বেজেল এবং নীলকান্তমণিগুলোর চারপাশে হীরা দিয়ে সজ্জিত, ডেটোনা ‘জ্যাক অফ ডায়মন্ডস’ ৮ লাখ ৮৪ হাজার থেকে দেড় মিলিয়নের মধ্যে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল।
সুলতান কাবুস, যিনি ৫০ বছর ধরে ওমান শাসন করেছিলেন, তিনি ক্লাসিক ঘড়ির বিশ্বের অন্যতম সেরা সংগ্রাহক হিসাবে পরিচিত ছিলেন। সংগ্রহ থেকে নিলাম করা সাতটির মধ্যে তিনটি রোলেক্স ডেটোনা ঘড়ি ছিল, যা প্রত্যেকটি প্রায় নিখুঁত অবস্থায় বিক্রি হয়েছে।
সবচেয়ে বেশি চাওয়া-পাওয়া ঘড়িগুলির মধ্যে একটি ছিল একটি স্বাক্ষরিত রোলেক্স ডেটোনা, যেটিতে সুলতানের লাল স্বাক্ষর ছিল, এটি ৯ লাখ ১৯ হাজার ডলারে বিক্রি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post