মাঝ আকাশে এক যাত্রী সন্তান প্রসব করায় জরুরি অবতরণ করানো হয়েছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। পাকিস্তানের করাচি বিমানবন্দরে পাইলট বিমানের জরুরি অবতরণ করান।
ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, কাতারের দোহা থেকে ফিলিপাইনের ম্যানিলায় যাওয়ার সময় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একজন গর্ভবতী যাত্রী ছেলে সন্তানের জন্ম দেন। এর ফলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
সোমবার (২৯ মে) সন্ধ্যায় ফ্লাইটটি ম্যানিলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পর মাঝ আকাশে এই ঘটনা ঘটে। এ সময় পাইলটকে করাচিতে জরুরি অবতরণের অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পরে মা এবং নবজাতক উভয়কেই চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতার এয়ারওয়েজের বিমানে ব্যাংকক যাচ্ছিলেন এক নারী।
বিমান মাঝ আকাশে থাকার সময়ই প্রসব বেদনা ওঠে থাইল্যান্ডের ওই নারীর। শেষে এক বিমানকর্মীর সহযোগিতায় মাঝ আকাশেই সন্তানপ্রসব করেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post