করোনাভাইরাসের সংক্রামণ মোকাবেলায় প্রায় এক মাসের অধিক সময় ধরে লকডাউনে আছে ওমান। এই সময় সকল প্রকার সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু এরই মধ্যে দেশটির অর্থনৈতিক গতি সচল রাখতে ১০ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে যাচ্ছে সরকার। করোনাভাইরাস নিয়ে কাজ করার দেশটির সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দেশটির সুপ্রিম কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘দেশের বর্তমান অবস্থা চলতে থাকলে তা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কমিটি আরো জানায়, ‘‘ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ও কম্পিউটার মেরামতের দোকান, গ্যাস স্টেশন যানবাহনের দোকানে, গাড়ির যন্ত্রাংশের দোকানগুলো খোলা অনেক জরুরী হয়ে পড়েছে।
সম্প্রতি দেশটিতে যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকবে সেগুলো হলো: মানি এক্সচেঞ্জ, গাড়ির যন্ত্রাংশের দোকান, যানবাহন ভাড়ার নেওয়া (রেন্ট এ কার) দোকান, মাছ ধরার নৌকা, ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ও কম্পিউটার মেরামতের দোকান, সনদ (টাইপ ষ্টোর) অফিস, ষ্টেশনারী দোকান, প্রিন্টিং দোকান, গ্যাস স্টেশন ও শিল্পের প্রতিষ্ঠান ও স্যাটেলাইট সম্প্রচার প্রতিষ্ঠান।
আরও পড়ুনঃ ওমানে করোনা মোকাবেলায় নতুন যন্ত্র আবিষ্কার
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘প্রতিষ্ঠানগুলো খোলা হলেও দেশটির স্বাস্থ্যবিধি মেনেই গ্রাহকরা দোকানে কোনো কিছু ক্রয় করতে পারবেন। স্বাস্থ্যবিধি না মানলেই আইনের আওতায় নিয়ে এসে জরিমানা করা হবেও বলে হুশিয়ারি দিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রামণের মাত্রা যেনো না বেড়ে যায় সেই জন্য সকল প্রকার জমায়েত এড়িয়ে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
নিম্নলিখিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে:
নিম্নলিখিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে:
গাড়ির যন্ত্রাংশের দোকান
যানবাহন ভাড়া নেওয়ার প্রতিষ্ঠান (রেন্ট এ কার)।
মাছ ধরার নৌকা মেরামতের দোকান।
মাছ ধরা সামগ্রী বিক্রির দোকান।
ইলেকট্রনিক্স যন্ত্রাংশের দোকান।
কম্পিউটার বিক্রি এবং মেরামতের দোকান।
স্যাটেলাইট ট্রান্সমিটার বিক্রি এবং মেরামতের দোকান।
সনদ অফিস (টাইপ ষ্টোর)
সরঞ্জাম, এবং যন্ত্রপাতি ভাড়ার দোকান।
ষ্টেশনারী দোকান।
প্রিন্টিং হাউজ,
গ্যাস স্টেশন ও শিল্পের প্রতিষ্ঠান
স্যাটেলাইট সম্প্রচার প্রতিষ্ঠান।
গাড়ি মেরামতের ওয়ার্কসপ (oil change, brake repairing, selling and repairing tires)
সিদ্ধান্তটি আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post