ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক দেশটির জন্য নতুন করে তিনটি রয়্যাল ডিক্রি জারি করেছেন। নতুন এই ডিক্রিতে দেশটির নতুন কৃষি ও মৎস্য মন্ত্রী নিয়োগ করা হয়েছে। প্রথম ডিক্রির অনুচ্ছেদে বলা হয়েছে যে, ড. সাউদ বিন হামুদ বিন আহমেদ আল হাবসিকে কৃষি ও মৎস্যমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ডিক্রি সরকারী গেজেটে প্রকাশিত হবে ও ইস্যু হওয়ার তারিখ থেকে কার্যকর করা হবে।
দ্বিতীয় রয়্যাল ডিক্রিটি হলো কিছু অফিসিয়াল পদে নিয়োগ সম্পর্কিত। ডিক্রির অনুচ্ছেদ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার ইয়াকুব বিন খালফান বিন খামিস আল বুসাইদীকে কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে (২) অনুযায়ী ইঞ্জি. ইব্রাহিম বিন সাইদ বিন খালাফ আল খরাসিকে ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসাবে নিয়োগ দিয়েছেন। অনুচ্ছেদ (৩) এ বলা হয়েছে, এই ডিক্রি সরকারী গেজেটে প্রকাশিত হবে ও ইস্যু তারিখ থেকে কার্যকর করা হবে।
আরও পড়ুনঃ ওমানে সুপ্রিম কমিটির কঠোর আইন
তৃতীয় রয়্যাল ডিক্রি অনুযায়ী সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ডিক্রির অনুচ্ছেদ (১) অনুযায়ী সায়্যিদ ডা. ফাহাদ বিন আল জুলন্দা বিন মজিদ আল সাইদকে বিশেষ গ্রেডসহ সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনুচ্ছেদ (২) অনুযায়ী এই ডিক্রিটি সরকারী গেজেটে প্রকাশিত হবে ও ইস্যু তারিখ থেকে তা কার্যকর করা হবে।সুত্রঃ ওমান নিউজ এজেন্সি
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post