কুমিল্লা হাইওয়ে পুলিশের কনস্টেবল রিমন বড়ুয়া প্রেমের সম্পর্ক করে বিয়ে করার প্রলোভনে ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ এক জাপান প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন।
পরে ওই প্রবাসী আদালতে মামলা করার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই প্রবাসী।
রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মামলার বাদী জাপান প্রবাসী সুকুমার বড়–য়া সুকু। এ সময় সংবাদ সম্মেলনে তার দুই সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সুকুমার বড়ুয়া বলেন, ২০০৪ সালে মৌসুমি বড়ুয়ার সঙ্গে বৌদ্ধ ধর্মের নিয়মনীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসার জীবনে অদ্রি বড়–য়া (১৭) ও রিদ্দী বড়–য়া (১১) নামের দুই সন্তানের জন্ম হয়।
দীর্ঘ দিন তিনি জাপানে থাকাকালে সুযোগ পেয়ে তার স্ত্রী মৌসুমি বড়ুয়ার সঙ্গে পুলিশ কনস্টেবল রিমন বড়ুয়ার পরকীয়ার সম্পর্ক শুরু করে। বিষয়টি জানাজানি হলে, ওই পুলিশ সদস্যকে অনেক অনুরোধ করেও কোনো লাভ হয়নি।
উল্টো সে আমাকে ক্রসফায়ারে দেয়ার হুমকি দেয়। একবার পালিয়ে চট্টগ্রাম নিয়ে যায়। সেবার জিডি করলে বাসায় দিয়ে যায়। এরপর ২০ লাখ টাকা ও ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।
সূত্র: ভোরের কাগজ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post