দুইদিনের রাষ্ট্রীয় সফরে ইরান যাবেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। তার সফরকে কেন্দ্র করে কয়েকটি স্থানে গাড়ি পার্কিং সীমিত করা হয়েছে। শনিবার (২৭ মে) রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, সুলতানের প্রোটোকল নিশ্চিত করতে রবিবার ও সোমবার দুইদিন আল বারাকা প্যালেস থেকে সুলতান কাবুস রয়্যাল বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং নিষিদ্ধ থাকবে। আরওপি গাড়ি চালকদের নির্দেশনা মেনে চলার জন্য এবং জনস্বার্থে পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।
সংঘাত জর্জরিত মধ্যপ্রাচ্যে ‘শান্তির সুবাতাস’ যেন সুদূর পরাহত—এমন ধারণাই দীর্ঘদিন ধরে বহন করে আসছে বিশ্ববাসী। তবে সম্প্রতি, এ ধারণা একটু একটু করে বদলে যেতে দেখা যাচ্ছে। সৌদি ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন, সৌদি-ইয়েমেন, সিরিয়া-ইরাক সহ নিজেদের মধ্যে সংঘাত লেগেই থাকতো এই মধ্যপ্রাচ্যে। যার সর্বশেষ পরিণতি ভোগ করে কাতার। অবশেষে নিজেদের ভিতরকার সব দ্বন্দ্ব ভুলে এবার এক হচ্ছে মধ্যপ্রাচ্য।
এই অঞ্চলে শান্তি ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওমান। ইতিমধ্যেই ওমানের মধ্যস্থতায় শান্তি ফিরেছে সৌদি ও ইয়েমেনের মধ্যে। এবার আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশকিছু ইস্যু নিয়ে ইরান সফরে যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ইরানের রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দুইদিনের রাষ্ট্রীয় সফরে আগামী রবিবার তিনি ইরান যাবেন। রয়্যাল কোর্টের জারি করা বিবৃতির বরাত দিয়ে মাস্কাট ডেইলি একথা জানায়। ওমানের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জের ধরে সুলতানের এই সরকারি সফর।
দুই দেশের মধ্যে ফলপ্রসূ সম্পর্ক এবং ভালো প্রতিবেশীত্ব থেকে এই সফরের সূত্রপাত বলে জানান সুলতানের মুখপাত্র। তার মতে, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনার জন্য দুই নেতৃত্বের মধ্যে ক্রমাগত আলোচনা ও সমন্বয়ের প্রেক্ষাপটে সুলতানের এই সফর। বর্তমান ও ভবিষ্যৎ স্বার্থ ও আকাঙ্ক্ষা পূরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে ওমান ও ইরানের মধ্যে সহযোগিতার উন্নয়নের মাধ্যমেও এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুলতানের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সাইয়্যিদ শিহাব বিন তারিক আল সাইদ, রাজকীয় আদালতের দেওয়ান মন্ত্রী সাইয়্যেদ খালিদ বিন হিলাল আল বুসাইদি, রয়্যাল অফিসের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নু’র সমন্বয়ে একটি উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিদল থাকবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post