সৌদি আরবের রিয়াদ, জেদ্দায় ও মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।জানা যায়, গতকাল শুক্রবার রিয়াদ প্রবাসী মো. আফজাল হোসেন-(২৮) খাদ্যনালী সমস্যার কারণে জরুরি ভিত্তিতে দেশে গিয়েছিলেন। দেশে গিয়ে ভালোভাবে চিকিৎসা নেবেন বলে গিয়েছিলেন কিন্তু সে সুযোগ আর পেলেন না। এয়ারপোর্টে থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের বৌনাকান্দি গ্রামের বাসিন্দা।
এদিকে, গত বুধবার জেদ্দা প্রবাসী মো. নুরুল হক (৫৫) রাতে নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গে তাকে প্রতিবেশি প্রবাসীরা জেদ্দা নগরীর কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করান। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেদ্দা প্রবাসী নুরুল হক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজার বিঘা সাহেবি পাড়ার বাসিন্দা। গতকাল বাদ আছর জেদ্দা কিলো আরবাতাস হায়ার মিনারা বড় মসজিদে তার জানাজা হয়েছে। এরপর হারেজ কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
জানা যায়, মক্কা প্রবাসী আমান উল্লাহ আমান (৪৮) চার মাস ধরে অসুস্থ। গতকাল শুক্রবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলা ঈদগাও উপজেলার সদর ইউনিয়নে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post