ওমান বিদায়ী বছরের চতুর্থ প্রান্তিকে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) পেয়েছে ১ হাজার ৯৬২ কোটি ওমানি রিয়াল বা ৫ হাজার কোটি ডলার। দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে এফডিআই পেয়েছিল ১ হাজার ৭৭৬ কোটি রিয়াল। খবর অ্যারাবিয়ান বিজনেস। ওমানে সর্বোচ্চ এফডিআই আকর্ষণকারী খাতগুলোর মধ্যে ছিল জ্বালানি তেল, গ্যাস ও আবাসন খাত। এসব খাতে বিনিয়োগ বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ।
ওমানের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তির শীর্ষে রয়েছে জ্বালানি তেল, গ্যাস খাতের বিনিয়োগ। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে জ্বালানি তেল ও গ্যাস খনিতে ১ হাজার ৪১৬ কোটি ৬০ লাখ রিয়াল এফডিআই হয়েছে। যেখানে ২০২১ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২১৭ কোটি ৭০ লাখ রিয়াল। এর পরেই রয়েছে রূপান্তরকারী শিল্প। খাতটিতে বিনিয়োগ হয়েছে ১৫৫ কোটি রিয়াল। এ সময়ে আর্থিক মধ্যস্থতাকারী কার্যক্রম হয়েছে ১৪৮ কোটি রিয়াল।
সংশ্লিষ্ট তথ্য বলছে, দেশটিতে রিয়েল এস্টেট খাতেও বিদেশী বিনিয়োগ বেড়েছে। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের ৯৯ কোটি ৬ লাখ রিয়াল থেকে বেড়ে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দাঁড়িয়েছে ১০৩ কোটি ৭০ লাখ রিয়াল। এছাড়া একই সময়ে অন্যান্য কার্যক্রমেও বিনিয়োগ ১২৪ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৯০ লাখ রিয়ালে।
ওমানে ১ হাজার ১৫ কোটি ৬০ লাখ রিয়াল বিনিয়োগ করে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ২৭৩ কোটি ৫০ লাখ রিয়াল নিয়ে দ্বিতীয় এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১০৮ কোটি ৩৪ লাখ রিয়াল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া কুয়েত, চীন, বাহরাইন, কাতার, ভারত, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং অন্যান্য দেশ থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে। এসব দেশ থেকে ১৭ কোটি ১১ লাখ থেকে শুরু করে ২৪৫ কোটি ৮০ লাখ রিয়াল স্তরের বিনিয়োগ এসেছে।
এফডিআই বাড়ায় ওমানের লাভজনক খাতগুলোয় বিশেষ করে জ্বালানি তেল, গ্যাস খনি এবং রিয়েল এস্টেট শিল্পে বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। এ ধরনের মূলধন প্রবাহ পশ্চিম এশিয়ার দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। পাশাপাশি সালতানাতের আরো অধিক উন্নয়নকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। ওমান বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের মাধ্যমে বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যিক নীতিতে বেশকিছু পরিবর্তনের মাধ্যমে দেশটিতে বিদেশী কোম্পানিগুলোর উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।
মনোযোগ দেয়া হচ্ছে বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে। এভাবে অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে ওমান প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে দেশটি বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post