ওমানের সালালায় জুনিয়র এশিয়া কাপ অ-২১ হকি টুর্নামেন্টে এক ম্যাচ হারের পর জয়ে ফিরল বাংলাদেশের যুবারা, মালয়েশিয়ার বিপক্ষে ৬-২ গোলে হারের পর উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মামুনুর রশীদের শিষ্যরা।
জুনিয়র এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে যেতে হলে শুক্রবার বাংলাদেশকে জিততেই হতো। উজবেকিস্তানকে হারিয়ে সেমির আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। ২৮ মে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের কাছাকাছি যাবে বাংলাদেশ।
উজবেকিস্তান হকিতে তেমন শক্তিশালী দল নয়। জুনিয়র ও সিনিয়র উভয় পর্যায়ে উজবেকদের বড় ব্যবধানে হারানোর রেকর্ড রয়েছে। শুক্রবার ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত বি-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছেন মামুন উর রশিদের শিষ্যরা।
প্রথমার্ধে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে শেষ সেকেন্ডে পেনালটি কর্নার (পিসি) থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল ইসলাম (১-০)। ২২ মিনিটে পিসি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি (২-০)। তৃতীয় কোয়ার্টারে মো. আবেদ উদ্দিন ফিল্ড গোলে বাংলাদেশকে আরও এগিয়ে দেন (৩-০)। ম্যাচের শেষ কোয়ার্টারে (৫১ মিনিটে) একটি গোল শোধ দেন উজবেকিস্তানের ফজিলবেক হোসানভ (১-৩)। ৫৪ মিনিটে উজবেকিস্তানের হুসানভের গোলে করায় ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
দুই ম্যাচের দুটিতে জিতে বি-গ্রুপের শীর্ষে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। তিন ম্যাচে দুই জয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দক্ষিণ কোরিার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post