ভিসার মেয়াদ শেষ হলে অথবা নতুন রেসিডেন্স কার্ড করতে সকল প্রবাসীকেই বাধ্যতামূলক মেডিক্যাল করতে হয় ওমানে। তবে, এবার এই মেডিক্যাল করা নিয়ে সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে ভিসা নবায়নের জন্য অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন প্রবাসীরা।
ইতিমধ্যেই মেডিকেল ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধন চালু করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)। অর্থাৎ প্রবাসীরা এখন থেকে নিজে নিজে নিবন্ধন করে সেবা নিতে পারবেন।
এই সেবা প্রবাসী এবং সংস্থাগুলোকে সিভিল অ্যাফেয়ার্সের পরিষেবা কেন্দ্রগুলো থেকে রেসিডেন্সি নবায়ন বা রেসিডেন্সি কার্ড পেতে এবং প্রথমবারের মতো ভিসা পাওয়ার সময় সহজেই মেডিকেল পরীক্ষার ফলাফল পেতে সাহায্য করবে।
নতুন এই নিয়মের ফলে ভুয়া মেডিক্যাল রিপোর্ট বন্ধ হবে এবং রয়্যাল ওমান পুলিশের সাথে অনলাইনের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এছাড়াও পূর্বে রিপোর্ট তৈরিতে সময় লাগলেও এখন আর সেই অতিরিক্ত সময়ের প্রয়োজন হবেনা। ফলে, খুব দ্রুত সময়ে একজন প্রবাসী তার মেডিক্যাল রিপোর্ট অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবেন।
পূর্বে এই রিপোর্ট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হত প্রবাসীদের। এখন থেকে আর লাইনে দাঁড়ানোরও প্রয়োজন নেই বলে জানান সংশ্লিষ্টরা। এটি রোগ নজরদারি ও নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সিস্টেমটি অনুসরণ, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে এবং প্রবাসীদের জন্য বেসরকারী খাতের হাসপাতাল এবং কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করবে।
নতুন ব্যবস্থা অনুযায়ী, একজন প্রবাসীর একটি পিকেআই সাপোর্ট এমন একটি সিম কার্ড থাকতে হবে যা সানাদ অফিস থেকে করা হয়। সানাদ অফিস থেকে এটি একবার একটিভ করা হয়ে গেলে মেডিকেল ফিটনেস পরীক্ষার নিবন্ধনের জন্য প্রবাসীকে আর সানাদ অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
নতুন এই সিস্টেমের মাধ্যমে টাকা জমা দেওয়াসহ নিবন্ধনের যাবতীয় কাজ অনলাইনেই করতে পারবেন একজন প্রবাসী। তবে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করা এবং ভিসা আবেদনের জন্য আনুষঙ্গিক কাজগুলো পূর্বের ন্যায় করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post