ওমানে আজও অব্যাহত ভারী বর্ষণ। ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অফিস। বুধবার (২৪ মে) এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আল বাতিনাহ, উত্তর ও দক্ষিন আশ শারকিয়াহ এবং ধোফার প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোহার অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আল হাজর পর্বত ও তার আশেপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে মরুভূমিতে ধূলিঝড়ের কথা বলা হয়েছে। কোথাও কোথাও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আর তাই নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের কবলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়। ১০২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কারণে তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে চক্কর খায় ঢাকার আকাশে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিকূল আবহাওয়ার ঢাকা থেকে চারটি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে রওনা হতে পারেনি। আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post