ফাক কুরবাহ। বাংলায় যার অর্থ দারায় ‘বাঁধন খুলে দাও’। ওমানের আইনজীবী সমিতি দারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি গরিব অসহায় ও আইনি প্রক্রিয়া চালানোর সামর্থ্য নেই এমন বন্দীদের জন্য মানবসেবার কাজ করে।
ওমানি এই আইনজীবী সংগঠনটির মুল উদ্দেশ্যই হচ্ছে জেল বন্দি ওমানি ও প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করে তাদের ঘরে ফিরতে সহায়তা করা।
প্রতিষ্ঠানটি মনে করে, প্রত্যেকেরই দ্বিতীয় সুযোগের অধিকার রয়েছে। আর তাই, যেসব প্রবাসী বা ওমানি ওমানের আইন লঙ্ঘন করে জেলে বন্দী আছেন, তাদেরকে মুক্তি দিয়ে দ্বিতীয় সুযোগটি করে দেন তারা।
এই উদ্যোগের দশম সংস্করণে, ওমানি আইনজীবী সমিতি সফলভাবে আরও ৯২৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে। সোমবার আজাইবার আল ওয়াহাত ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ফাক কুরবার বরাত দিয়ে টাইমস অব ওমান জানিয়েছে, এবার মুক্তি পাওয়া বন্দীরা ওমানের প্রায় সব প্রদেশেরই রয়েছেন।
ফাক কুরবাহ উদ্যোগের আওতায় সবচেয়ে বেশি বন্দী মুক্তি পেয়েছে মাস্কাটে। এই প্রদেশে ১৯৪ জন বন্দী মুক্তি লাভ করেছেন। এছাড়া উত্তর আল বাতিনায় ১৯১, দক্ষিণ আল বাতিনায় ১২২,আল দাহিরায় ৯৭, আল বুরাইমিতে ৮৭, আল দাখিলিয়াতে ৭৯, উত্তর আশ শারকিয়াহতে ৫৯, দক্ষিণ আশ শারকিয়াহতে ৪০, ধোফারে ৩৩, আল উস্তায় ২০ এবং মুসান্দামে ৩টি মামলা খারিজ করে এসব বন্দীদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। তবে, এদের মধ্যে কতজন প্রবাসী আছেন, সে ব্যাপারে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগের তত্ত্বাবধায়ক এবং ওমান আইনজীবী সমিতির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বিন ইব্রাহিম আল-জাদজালি বলেন, উদ্যোগের বর্তমান সংস্করণটি আবারও ওমানি সমাজের সংহতি এবং উদারতা প্রমাণ করেছে। তিনি জানান, আমরা সম্মিলিতভাবে ৫ হাজার ৮৯৪ বন্দিকে মুক্তি দিয়েছি যারা অর্থের অভাবে মামলা পরিচালনায় ব্যর্থ হয়ে কারাবন্দী বা কারাগারে বন্দী হওয়ার প্রক্রিয়ায় ছিল। আমরা এই উদ্যোগটিকে সফল করার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রচেষ্টার জন্য আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post