ওমানে আজ পর্দা উঠছে জুনিয়র এশিয়া কাপ হকির। প্রথম দিনেই স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আল কাবুস ইয়ূথ অ্যান্ড কালচার সেন্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
এই টুর্নামেন্টে ভালো ফল পেতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। চলতি বছরের শুরুতে এএইচকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল যুব এশিয়া কাপে অংশ নেয়া এই দলটি।
এই টুর্নামেন্ট উপলক্ষে প্রায় তিন মাসের দীর্ঘ অনুশীলন করেছেন প্রিন্স লাল সামন্তরা। মামুন উর রশিদের তত্ত্বাবধানে ভারতে ছিল প্রায় তিন সপ্তাহের অনুশীলন। প্রস্তুতি বিবেচনায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার আত্মবিশ্বাস বাংলাদেশের ক্যাম্পে।
পুরো প্রস্তুত হয়েই ওমানে পা রেখেছেন প্রিন্স, রকি, আমিরুল, জাহিদ, আবেদরা। তারপরও সতর্ক কোচ, ‘ওমানের বিপক্ষে সবশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি। ওমানের শক্তি এবং দুর্বলতা খোঁজার পাশাপাশি নিজেদের শক্তিশালী ও দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেভাবে কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো। মাঠের সমস্যা না হলে আমরা ইনশাআল্লাহ জিতবো।’ কথাগুলো বলেন কোচ মামুন উর রশিদ।
হকিতে বাংলাদেশ-ওমান দ্বৈরথ নতুন নয়। সিনিয়র কিংবা জুনিয়র দল, তাদের লড়াই হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রায় পাঁচ মাস আগে ওমানের মাটিতেই মেনস জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পেনাল্টি শুট আউটে ৭-৬ (১-১) গোলে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
সেই সুখস্মৃতি এখনও উজ্জ্বল মামুন উর রশিদের মনে। সেরা চারে থেকে এশিয়া কাপ শেষ করলে জুনিয়র যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তাই ছন্দ ধরে রেখে জয় ব্যতীত কোনো কিছুই ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ঘরের মাঠে কোনো দলকেই ছাড় দিতে চায়না ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post